মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

উলিপুরে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো ও রাস্তা নির্মান



 খালেক পারভেজঃ
কুড়িগ্রামের উলিপুরে মানুষ একতাবদ্ধ হয়ে স্বেচ্ছাশ্রমে নলকাটা খালের উপর ১১০ ফুট বাশের সাঁকো নির্মাণ ও ৫ শত ফুট সংযোগ সড়ক সংস্কার করেছে। নিজেদের উদ্যোগে এমন কাজ করতে পেরে ঐ গ্রামের মানুষ খুব খুশি ও গর্বিত। সাঁকো নির্মানে বাশ, সুতলী ও অন্যান্য নির্মান সামগ্রী তারা নিজেরা সংগ্রহ করে।
বুধবার ঐ এলাকায় গেলে জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের গোড়াই পাচপীর ও কালীরপাঠ গ্রামের সহস্রাধিক পরিবারের  মানুষ ও স্কুলের শিার্থীরা  সাকো ও সংযোগ সড়ক না থাকায়  প্রায় ৪ কিঃ মিঃ ঘুরে  বাজার  ও স্কুলে যেত। বিশিষ করে জরুরী রোগী নিয়ে তাদের বিরম্বনার শেষ ছিলো না।
সাকো ও রাস্তা  নির্মানে অংশনেয়া, পাচপীর সরকারী  প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্র মাহফুজার রহমান, ৩য় শ্রেনীর ছাত্রী মাসুদা আয়শা, ৪র্থ শ্রেনীর ছাত্র হাসান ও পাচপীর মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী রাশেদা বেগম জানান, গত কয়েক বছর ধরে অনেক কষ্ঠ করে আমরা পানির সময় বাশের টার দিয়ে স্কুলে যাতায়াত করতাম। অনেকের টার থেকে পড়ে গিয়ে হাত পা ভেগেছে। কেউ পানিতে পড়ে কাপড়, বই ভিজে আর স্কুলে যেত পারত না। এখন এই ব্রিজ হয়ে তারা খুব খুশি।
উমর আলী (৮৩), জোতিনা বেগম (৬০), আবেদ আলী (৫৬) জানান, উদ্দ্যোগের অভাবে এত দিন কাজটি হয়নি।
সংশ্লিষ্ঠ ওয়াডের নব নির্বাচিত মোম্বার মফিজল ইসলাম জানান, সমাজবদ্ব মানুষ এক হয়ে কাজ  করলে যে কোন কঠিন কাজ ও সহজে করা  যায়, তার বড় প্রমান এই সাকো নির্মান।
গ্রামের এই মানুষদের উৎসাহ দিতে সেখানে যান উপজেলা চেয়ারম্যান এম কফিল, উপজেলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, এসকেএস সংস্থা (সৌর্হাদ্য) দুর্গাপুর শাখার ব্যবস্থাপক নয়ন মণি প্রমূখ।
দুর্গাপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম জানালেন, আসলে মানুষের ইচছা শক্তিটাই প্রধান। আর এটাকে কাজে লাগানোর জন্য প্রয়োজন হচেছ সঠিক নেতৃত্ব। ত্হালে সব করা সম্ভব। শুধু সরকারের উপর নির্ভর না হয়ে, এ ভাবে নিজেদের উদ্দ্যোগে কাজ করা উচিৎ।
উপজেলা চেয়ারম্যান এম কফিল বলেন, এত বড় একটি কাজ করে গ্রামের মানুষ গুলো একটা বিশাল দৃষ্ঠান্ত স্থাপন করেছে। যা প্রশাসনের জন্য একটি উদাহারন হয়ে থাকবে। তাই তিনি এ ধরনের কাজের সাথে সব সময় জড়িত থাকার ঘোষনা দেন।
এস কে এস (সৌহার্দ্য) দুর্গাপুর শাখার ব্যবস্থাপক নয়ন মণি জানান, শুধু সাকো নয়, পূর্ব পান্ডুলে ১ কিঃ মিঃ রাস্তা, দনি দলদলিয়ায় ১ কিঃ মিঃ রাস্তা, বুড়াবুড়ি রামেরশ্বর গ্রামে  ১ কিঃ মিঃ  সংযোগ সড়ক সেচছাশ্রেমে নির্মান করা হয়েছে । গত ৬ মাস ধরে বিভিন্ন গ্রামের মানূষের সাথে বৈঠক করে তাদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সমস্যাগুলি সমাধানের  জন্য রাজি করে, এ কাজগুলি করা সম্ভব হয়েছে। ওই গ্রামে তাদের সুবিধাভোগীরাও কাজ করেছে। সংস্থাটি শুধু উদ্দ্যোগটিকে বাস্তবায়নে  উৎসাহ জুগিয়েছে মাত্র।

জনঅংশগ্রহনমুলক পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ক অবহিত সভা

স্টাফ রিপোর্টার:
জেলার উলিপুর উপজেলা পরিষদের তত্বাবধানে উপজেলার সার্বিক উন্নয়নে জনঅংশগ্রহনমুলক পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রনয়ন করা হয়েছে।
সোমবার এ বাজেট নিয়ে আলোচনা করতে জেলা পর্যায়ে এক অবহিত করন সভার আয়োজন করা হয়।
এসো দেশগড়ি ও উলিপুর উপজেলা পরিষদ যৌথ ভাবে এ আয়োজন করে।
টেরেডেস হোমস হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসো দেশগড়ি’র নির্বাহী পরিচালক ফিরোজ আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক মনজুরুল হান্নান প্রমূখ।
পরে একশ্যান এইডের সহযোগিতায় প্রকাশিত ‘উলিপুর উপজেলার পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজকরা জানান, ইউনিয়নের জনগণের মতামতের ভিত্তিতে এ রকম বাজেট প্রনোনয়ন দেশে প্রথমবারের মতো উদ্যোগ।


উলিপুরে সেলাই মেশিন ও বেড জাল বিতরণ

খালেক পারভেজ লালু:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা চত্বরে উপজেলা মৎস্য অফিসের অধীনে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিত করণ প্রকল্প-এর হত দরিদ্র, প্রান্তিক মৎস্য জীবিদের বিকল্প আয় বর্ধনের কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ৩১জনের মাঝে ২৫টি পা চালিত বাটারফ্লাই সেলাই মেশিন (উপকরণসহ) ও মৎস্য বান্ধব ৫টি বেড় জাল (ক্ষতিকর জালের বিনিময়ে হতদরিদ্র মৎস্যজীবীদের) মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.কফিল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) বদরুজ্জামান রানা, এমপি প্রতিনিধি শফিকুল ইসলাম দারা, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, বুড়াবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন (চাঁদ), ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান একরামুল হক মানিক, বিশিষ্ট্য সমাজসেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), বাংলাদেশ ছাত্রলীগ উলিপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল সরদার বাবু, সাংবাদিক খালেক পারভেজ লালু, আল এনায়েত করিম রনি প্রমূখ ।



শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

উলিপুর প্রতিনিধি:
উলিপুরে শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত সহযোগিতায় শীত বস্ত্র বিতরন করা হয়।
এসো দেশ গড়ি, উলিপুরের আয়োজনে রোববার ১৩০ পরিবারে কম্বল ও ৮০ পরিবারের শিশুদের জন্য সোয়েটার বিতরন করা হয়।
উপজেলা চেয়ারম্যান এম কফিল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীত বস্ত্র বিতরন করেন।
বিতরনে আরো উপস্থিত ছিলেন এসো দেশ গড়ি-র প্রধান নির্বাহী জনাব মো: ফিরোজ আলম