মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

জনঅংশগ্রহনমুলক পঞ্চবার্ষিক পরিকল্পনা বিষয়ক অবহিত সভা

স্টাফ রিপোর্টার:
জেলার উলিপুর উপজেলা পরিষদের তত্বাবধানে উপজেলার সার্বিক উন্নয়নে জনঅংশগ্রহনমুলক পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট প্রনয়ন করা হয়েছে।
সোমবার এ বাজেট নিয়ে আলোচনা করতে জেলা পর্যায়ে এক অবহিত করন সভার আয়োজন করা হয়।
এসো দেশগড়ি ও উলিপুর উপজেলা পরিষদ যৌথ ভাবে এ আয়োজন করে।
টেরেডেস হোমস হলরুমে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসো দেশগড়ি’র নির্বাহী পরিচালক ফিরোজ আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামিউল হক নান্টু, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক মনজুরুল হান্নান প্রমূখ।
পরে একশ্যান এইডের সহযোগিতায় প্রকাশিত ‘উলিপুর উপজেলার পঞ্চবার্ষিক পরিকল্পনা ও বাজেট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজকরা জানান, ইউনিয়নের জনগণের মতামতের ভিত্তিতে এ রকম বাজেট প্রনোনয়ন দেশে প্রথমবারের মতো উদ্যোগ।


0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন