মঙ্গলবার, ৬ মার্চ, ২০১২

উলিপুরে সেলাই মেশিন ও বেড জাল বিতরণ

খালেক পারভেজ লালু:
কুড়িগ্রামের উলিপুর উপজেলা চত্বরে উপজেলা মৎস্য অফিসের অধীনে অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ এলাকার জনগনের দারিদ্র বিমোচন ও জীবিকা নির্বাহ নিশ্চিত করণ প্রকল্প-এর হত দরিদ্র, প্রান্তিক মৎস্য জীবিদের বিকল্প আয় বর্ধনের কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ৩১জনের মাঝে ২৫টি পা চালিত বাটারফ্লাই সেলাই মেশিন (উপকরণসহ) ও মৎস্য বান্ধব ৫টি বেড় জাল (ক্ষতিকর জালের বিনিময়ে হতদরিদ্র মৎস্যজীবীদের) মাঝে বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এম.কফিল উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) বদরুজ্জামান রানা, এমপি প্রতিনিধি শফিকুল ইসলাম দারা, হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, বুড়াবুড়ী ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন (চাঁদ), ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান একরামুল হক মানিক, বিশিষ্ট্য সমাজসেবক সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (গবা), বাংলাদেশ ছাত্রলীগ উলিপুর উপজেলা শাখার সভাপতি মঞ্জুরুল সরদার বাবু, সাংবাদিক খালেক পারভেজ লালু, আল এনায়েত করিম রনি প্রমূখ ।



0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন